Maya Makha | Talash | Bangla Movie Song 2022 | Ador Azad | Bubly | AR Rabby | Saikat Nasir
Song Details:-
Song Name: Maya Makha (মায়া মাখা) Mp3
Vocal & Tune: AR Rabby
Lyric: Ronok Ekram
Music: Din Islam Sharuk
![]() |
Maya Makha Mp3 |
Maya Makha Song Lyrics In Bangla :
মায়া মাখা তোর ছবিটা
কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।
আমার আকাশ অহরেরী
যাচ্ছে খসে খসে,
আশ্বাসের ছাদ পিলার কাপে
সবই যাচ্ছে ধসে,
আমার সবি যাচ্ছে ধসে।
মায়া মাখা তোর ছবিটা
কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।।
বোকা বোকা ইচ্ছেগুলো
তোর কাজলে সাজতো,
বোকা বুকে তোর নুপুরের
সুর কেবলি বাজতো।
তবু বোকার প্রেম নদীতে
থাকলো না আর জল,
কোন সাগরে ডুব মেরেছিস
একটু আমায় বল,
একটু আমায় বল।
মায়া মাখা তোর ছবিটা
কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।।
বোকা বোকা কথার মিছিল
তোর ইশারায় হাসতো,
তোরই নামে স্লোগান তুলে
হাওয়ায় হাওয়ায় ভাসতো।
আজো বোকার মনের ভেতর
ঝড় বয়ে যায় রোজ,
বোকা চোখে চেয়ে থাকি
মেলেনা তোর খোঁজ,
মেলেনা তোর খোঁজ।
মায়া মাখা তোর ছবিটা
কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।
Thanks for reading: Maya Makha | Talash | Bangla Movie Mp3 Songs Download With Lyrics