Ei Shohore ( Full Mp3 Song) Download | Sesh Chithi | Chorki Flick | Dighi | Yash | Mahtim Shakib
![]() |
E Shohore |
Song Title: Ei Shohore Bangla Mp3 Song Download 2022 With Lyrics
Lyricist: Boby RahmanSinger: Mahtim Shakib
Music Composer: Shayon & Anik Ahammed
Ei Shohore Lyrics:
গানের কথাঃ এই শহরে শুধু বিষাদের স্বাদ
এই শহরে শুধু বিষাদের স্বাদ
এই শহরের সবুজে হৃদয় ভাঙ্গা ফাঁদ
এই শহরের স্বপ্নরা হয়েছে বাদ
এই শহরের মেঘে লুকিয়ে গেছে চাঁদ
তোমার রোজগার অবসার থেকে
আমায় কিছুটা সময় লিখে দিয়ো
বিনিময়ে এই মনের গহীন থেকে
অশেষ ভালোবাসা তুমি নিও
এই শহরের শ্বাসে জমানো কতো স্বাদ
এই শহরের বিশ্বাসে আড়াল হয়েছে খাদ
মায়ার আবেশে ছাঁয়া হয়েছে কায়া
তুমি আমি বানিয়ে হাসি নকলের মায়া
জেনে নিয়ো খুঁজে পাবে না আমায়
সকালের মিহি রোদে আর রাতের আধাঁরে
তোমার রোজগার অবসার থেকে
আমায় কিছুটা সময় লিখে দিয়ো
বিনিময়ে এই মনের গহীন থেকে
অশেষ ভালোবাসা তুমি নিও
Thanks for reading: Ei Shohore | Mahtim Shakib | Bangla Full Mp3 Song Download With Lyrics 2022